Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
PG Field day celebration
Details

এলডিডিপির আওতায় গঠিত প্রডিউসার গ্রুপ (পিজি) এর সদস্যদের নিয়ে মাঠ দিবস পালিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে গঠিত মোট ১২টি পিজির মাঠ দিবস পালিত হয়। এসময় প্রতিটি পিজির সদস্য এবং সদস্যের বাইরে মোট ৪০ জন খামারী/উদ্দোক্তার উপস্থিতিতে মাঠ দিবস পালিত হয়। বিভিন্ন পিজিতে খামার পরিচালনা/ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, বিভিন্ন প্রযুক্তি পরিচিতি (উন্নত জাতের ঘাস, সাইলেজ, ইউরিয়া মোলাসেস ব্লক/স্ট্র), মিল্কিং মেশিনে দুধ দোহন, দুগ্ধজাত পণ্য উৎপাদন (ঘি, পনির, মাখন) ও বাজারজাতকরণ, ডিম হতে বাচ্চা উৎপাদনের উলেকট্রিক পদ্ধতি, কেচো কম্পোস্ট সার উৎপাদন ইত্যাদি প্রদর্শন করা হয়। এ সময় বিভিন্নিন ক্যাটাগরিতে নির্বাচিত সেরা খামারীকে নগদ অর্থ পুরষ্কার প্রদান করা হয়।

Attachments
Image
Publish Date
30/06/2023
Archieve Date
30/09/2024